প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০০:০০
বরিশাল সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর সহ নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমীন সম্মুখস্থ শপথ চত্বরে মিছিল-পূর্ব সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদিন।
জেলা ইসলামী আন্দোলনের সহকারী প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচএম নিজামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নূরুল আমিন, সহ-সভাপতি মাওলানা গাজী মোহাম্মদ হানিফ, জেলা জয়েন্ট সেক্রেটারী মাওলানা বেলাল হোসেন রাজি, জেলা প্রচারক দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, সদর উপজেলা সভাপতি ডাক্তার বেলাল হোসেন, পৌর সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মাওলানা আবুল বাশার তালুকদার, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোঃ সেলিম হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে শেখ মুহা জয়নাল আবদীন বলেন, আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা সন্ত্রাসী ও গুপ্ত হামলার পথ বেছে নিয়েছে। বর্তমান সময়ে মানুষের জানমাল, ইজ্জত আব্রুর নিরাপত্তা নেই। মানুষের অধিকার খর্ব হচ্ছে বিভিন্নভাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা আইন হাতে তুলে নেয়ায় বিশ্বাসী নয়। কাজেই শান্তিপূর্ণ এবং ভদ্রতাকে দুর্বলতা ভাববার সুযোগ নেই। যে সকল ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমিরসহ নেতা-কর্মীরা, সে সকল সন্ত্রাসীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে তা সরকারের জন্যে সুখকর হবে না।
তিনি বলেন, সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে ব্যর্থ হলে সর্বত্র আন্দোলন গড়ে উঠলে সরকারের কিছু করার থাকবে না।