প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহ্তলী জিলানী চিশতী কলেজ গভর্নিংবডির আয়োজনে কলেজের সহকারী অধ্যাপক সামিমা আক্তারের অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজের সভাকক্ষে কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
সোহেল রুশদী তাঁর বক্তব্যে বলেন, সহকারী অধ্যাপক সামিমা ম্যাডাম এ কলেজে দীর্ঘ প্রায় ২৮ বছর আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। ম্যাডামের বড় সফলতা হলো শেষদিন পর্যন্ত কর্মস্থলে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করা। যা সামিমা ম্যাডাম করতে পেরেছেন। প্রত্যেক মানুষের জীবনে সফলতা ব্যর্থতা দুটি রয়েছে। আমি ম্যাডামের অবসরগত সুবিধা গভনির্ংবডিতে পেশ করবো এবং যাবতীয় সরকারি সুবিধা বিধি মোতাবেক পাওয়ার ব্যবস্থা করবো। আমি তার অবসর জীবনের সফলতা কামনা করছি। আমি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেককে এভাবেই শিক্ষককে বিদায় অনুষ্ঠান করবো। আমি চাইবো প্রতিটি শিক্ষক প্রতিষ্ঠানের জন্য নিবেদিতভাবে কাজ করবে এবং প্রতিষ্ঠানকে ভালোবাসবে।
তিনি বলেন, শিক্ষার মানের দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে এ কলেজটি। কলেজের প্রত্যেক শিক্ষক আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে এবং শিক্ষাদান করছে। প্রতিষ্ঠানের সৌন্দ্যর্য বর্ধনের কাজ চলছে, এ কাজ অব্যাহত থাকবে। সবাইকে প্রতিষ্ঠানকে ভালবাসতে হবে। তবে পুরো কর্মজীবন শেষ করে বিদায় হওয়াটা হচ্ছে সাফল্যের ব্যাপার। আমি যুক্তিবিদ্যা ম্যাডামের সুস্থতা ও কামনা করছি।
কলেজের ইংরেজি প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন কলেজের বিদায়ী সহকারী অধ্যাপক সামিমা আক্তার, কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম সারওয়ার, ফারজানা আক্তার, মোঃ জিয়াউর রহমান, কলেজ গভর্নিংবডির অভিভাবক সদস্য ও সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ২য় বর্ষের ছাত্রী তানজীলা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, সহকারী অধ্যাপক কামরুল হাসান, সহকারী অধ্যাপক আলেয়া চৌধুরী, সহকারী অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সিনিয়র প্রভাষক মিসেস নুরুন নাহার বেগম মুক্তা, প্রদর্শক মোঃ মঞ্জুর হোসেন পাটওয়ারী, সিনিয়র প্রভাষক মোঃ হানিফ মিয়া, প্রভাষক মোহাম্মদ মানিক মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী সহকারী অধ্যাপক সামিমা আক্তারকে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিদায়ী উপহার তুলে দেন কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। পরে বিদায়ী সহকারী অধ্যাপক সামিমা আক্তারকে কলেজের পক্ষ থেকে উপহার তুলে দেন কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদসহ অন্য শিক্ষকবৃন্দ। সবশেষে ফুল দিয়ে সহকারী অধ্যাপক সামিমা আক্তারকে গাড়িতে করে বিদায় জানানো হয় ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, তিনি কলেজে প্রভাষক পদে গত ১২ অক্টোবর ১৯৯৫ সালে যোগদান করেন। সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন ১ সেপ্টেম্বর-২০১৯ সালে। তিনি ২৮ বছর ৭ মাস ২৮ দিন চাকুরি শেষে অবসর গ্রহণ করেন।