শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০০:০০

স্টাফ রিপোর্টার ॥

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী এবং চাঁদপুর শহরের শ্রী শ্রী কালীবাড়ী মন্দিরের উৎসব কমিটির সদস্য ও সমাজসেবক বেনু লাল মজুমদার হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন।

৫ জুন সোমবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর।

জানা যায়, বেনু লাল মজুমদার শাহরাস্তির রায়শ্রী গ্রামের মজুমদার বাড়িতে জন্ম নেন। তার পিতা হচ্ছেন স্বর্গীয় হরিহর মজুমদার এবং মাতা হচ্ছেন স্বর্গীয় হেমুপ্রভা মজুমদার। তিনি পেশাগত কাজের বাইরেও সামাজিক ও ধর্মীয় সংগঠনে সম্পৃক্ত থেকে মানবকল্যাণে নিয়েজিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলে সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বেনু লাল মজুমদারের মরদেহ চাঁদপুর শহরের কালীবাড়ী মন্দিরে সর্বসাধারণের জন্য আনা হলে সেখানে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন চাঁদপুর জেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা রনজিত সাহা মুন্না, লিটন সাহা, সুভাস সাহা, অ্যাডঃ প্রভাষ চন্দ্র সাহা, টিটু মজুমদার, লিটন মজুমদার, সুকান্ত দে, তাপস রায়সহ নেতৃবৃন্দ।

পরে চাঁদপুর পৌর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়