প্রকাশ : ০৫ জুন ২০২৩, ০০:০০
![রাজারগাঁও ইব্রাহিমীয়া কারিমিয়া ক্বেরাতুল কোরআন মাদ্রাসার মাহফিল](/assets/news_photos/2023/06/05/image-33920.jpg)
রাজারগাঁও ইব্রাহিমীয়া কারিমিয়া ক্বেরাতুল কোরআনিয়া মাদ্রাসা ও রাজারগাঁও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে গত ২ জুন রাজারগাঁও বাজার কেন্দ্রীয় ঈদগাহে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইব্রাহিমীয়া কারিমিয়া ক্বেরাতুল কোরআন মাদ্রাসার মোহতামিম মাওঃ হাবিবুর রহমান চাঁদপুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আব্দুল হাদী মিয়া। প্রধান বক্তা হিসেবে বয়ান করেন হযরত মাওলানা এহতেরামুল হক উজানী। মাহফিলের প্রধান আলোচক ছিলেন মুফতি আরিফ বিন হাবীব। বক্তা ছিলেন মুফতি সিরাজুল ইসলাম সিরাজী, মওলানা ওবায়দুর রহমান হুজাইফী, রাজারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুছ, রাজারগাঁও আল জামিয়া ইসলামিয়া রশিদিয়া কওমী মাদ্রাসার নায়েবে মোহতামিম মুফতি মাজহারুল ইসলাম। মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি হাফেজ মোঃ মনির হোসেন পাটওয়ারী।
উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি মোঃ আলী আহম্মেদ, সেক্রেটারী ক্বারী মোঃ আবুল হাসেম বেপারী, মাহফিল উপস্থাপনা করেন ক্বারী মোঃ শরিফুল ইসলাম।