শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জুন ২০২৩, ০০:০০

মতলবে কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী শিশু সংগঠন মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা পরিচালিত কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ও সকল শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে।

গতকাল ৪ জুন স্কুল প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও কচি-কাঁচার মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্য ও কচি-কাঁচার মেলার সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, স্কুল পরিচালনা পর্ষদের সম্পাদক ফারুক-বিন-জামান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা কাদরী, স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, কচি-কাঁচার মেলার সহ-সভাপতি ফররুখ আহমেদ চৌধুরী মিনার, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য গোলাম সারওয়ার সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক কামরুল হাসান নিপু। পরে অতিথিবৃন্দ স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী, প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ও সকল শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন। এ সময় মেলা ও স্কুল পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও শিক্ষকম-লী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়