শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০০:০০

আশিকাটিতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
মিজানুর রহমান ॥

চাঁদপুর সদর উপজেলায় পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ২নং আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলো চাঁন মিয়া খানের মেয়ে মরিয়ম (১০) ও চাঁন মিয়ার ভাই সেলিম খানের মেয়ে নুসরাত (৮)।

নিহতের স্বজনরা জানান, দুই চাচাতো বোন বাড়ির পুকুরে গোসল করতে যায়। মরিয়ম সাঁতার জানলেও নুসরাত সাঁতার জানতো না। গোসলের এক পর্যায়ে নুসরাত গভীর পানিতে হাবুডুবু খাচ্ছে দেখে মরিয়ম তাকে বাঁচাতে গেলে আঁকড়ে ধরে পুকুরে ডুবে দুজনে নিখোঁজ হয়। পরে দুজনকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মনসুর আহমেদ কাউসার বলেন, পানিতে পড়া ওই দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। দুই শিশু বোনের এমন মৃত্যুতে হোসেনপুর গ্রামে সবার মাঝে শোকের ছায়া নেমে আসে।

এই ঘটনার একদিন আগে বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলার গোহট গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো-জেঠাতো বোনের করুণ মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন গোহট গ্রামের বাবুল হোসেনের মেয়ে ইভা সুলতানা (৫) ও আরিফ হোসেনের মেয়ে সায়েরা রহমান আদিবা (৫)। একদিনের ব্যবধানে পানিতে ডুবে ৪ মেয়ে শিশু মারা গেল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়