প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলার সর্বপ্রথম স্থাপিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য হচ্ছে ‘অঙ্গীকার’। জেলা প্রশাসনের উদ্যোগে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে হাসান আলী হাই স্কুল মাঠের সামনে রেলওয়ে লেকে এটি নির্মাণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’র ভাস্কর প্রফেসর সৈয়দ আব্দুল্লাহ খালিদ। এটি চাঁদপুর শহরের একটি দর্শনীয় স্থাপনা। সেজন্যে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সকল শ্রেণীর মানুষ ‘অঙ্গীকারে’ যাতায়াত করে। কিন্তু কিছু শিক্ষার্থী ও বিকৃত মানসিকতার লোকজন ‘অঙ্গীকারে’র গায়ে অশোভন লেখা লিখে, যেটি রুচি বিরুদ্ধ। গতকাল শনিবার দুপুরে ছবিটি তোলা। ছবি ও প্রতিবেদন : কাজী আজিজুল হাকিম নাহিন।