শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ জুন ২০২৩, ০০:০০

চাঁদপুর কালী বাড়ি মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরস্থ শ্রী শ্রী কালী বাড়ি পুনঃনির্মিত মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত ৩১ মে বুধবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শত শত ভক্ত অনুরাগীর ব্যাপক উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে গঙ্গা আবাহন পূর্বক ঘট স্থাপনের মধ্য দিয়ে বিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিশ্ব শান্তিকল্পে দেশ ও জাতির কল্যাণ কামনায় যজ্ঞানুষ্ঠান, শ্রী শ্রী চণ্ডী পাঠ, পূজা অন্তে অঞ্জলি প্রদান, ভোগ-আরাধনা ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো ভক্ত প্রসাদ গ্রহণ করেন। ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতি, চণ্ডীপাঠ আর শঙ্খ উলুধ্বনিতে মন্দির স্থল মুখরিত হয়ে উঠে। এ সময় মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, বিগ্রহ প্রতিষ্ঠা উদযাপন কমিটির গোবিন্দ সাহা, বিকাশ মজুমদার টিটু, মানিক ঘোষসহ মন্দির কমিটির অরুপ কুমার শ্যাম, তমাল কুমার ভৌমিক, দুলাল রায়, মধু পোদ্দার, কিশোর কুমার শংকর, বিনয় পাল, প্রবীর কুমার পোদ্দার, কেশব কর, অর্জুন সাহা, অমল রক্ষিত মনা, সঞ্জয় কুন্ডু, লিটন মজুমদার, লিটন সাহা, বাবুল বণিক, সুব্রত মজুমদার, রতন মিত্র, সুভাষ সাহা, সংগ্রাম চন্দ, অজয় মজুমদার, বাপ্পি সিংহ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কমল চক্রবর্তী, দিলীপ চক্রবর্তী, গদাধর চক্রবর্তী ও অভি চক্রবর্তী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়