প্রকাশ : ০২ জুন ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ সংগীত একাডেমি নাট্য থিয়েটারের শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় ফরিদগঞ্জের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থবছরের কার্যনির্বাহী কমিটির সদস্যরা শপথবাক্য পাঠ করেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আমান উল্যা আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক ও ফরিদগঞ্জ সংগীত একাডেমি নাট্য থিয়েটারের সাবেক সংগীত প্রশিক্ষক মৃণাল সরকার, স্বরলিপি নাট্যদলের সহ-সভাপতি এম.আর. ইসলাম বাবু প্রমুখ। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি তপন সরকার।
উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কেএম সালাউদ্দিন, মোশারফ হোসেন মৃধা, আলী হায়দার পাঠান টিপু, নেছার উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, যুগ্ম সম্পাদক আঃ কাদের মাস্টার, আনিছুর রহমান সুজন, সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম পাঠান, জসিম উদ্দিন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কার্ত্তিক কুড়ি, রবিউল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সুব্রত দে, মোহাম্মদ মেহেদী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ম্যাগাজিন বিষয়ক সম্পাদক মনির মিজি, আমোদণ্ডপ্রমোদ বিষয়ক সম্পাদক সাখায়ত হোসেন মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ফাহিম, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস মজুমদার, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রদীপ কুমার সাগর, মহিলা বিষয়ক সম্পাদক লায়লা আমান, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, রোজিনা আক্তার, উম্মে হাবিবা, সহ-প্রচার সম্পাদক জাহিদ হাসান রাফিসহ অন্যরা।