শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জুন ২০২৩, ০০:০০

পীর মহসীন বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥

পীর মহসীন বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ জুন বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিখন-শেখানো পদ্ধতি ও কৌশল অনেক ধরনের। এর কয়েকটি শিক্ষককেন্দ্রিক এবং কয়েকটি শিক্ষার্থীকেন্দ্রিক। শিখন-শেখানো প্রক্রিয়ায় শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ শিক্ষালাভে সহায়ক। শিক্ষকের বিভিন্ন পদ্ধতি ও কৌশলের উপর দক্ষতা এবং শ্রেণি ও পাঠ উপযোগী পদ্ধতি ও কৌশলের যথাযথ প্রয়োগের উপর নির্ভর করে শিক্ষার্থীর শিখন সাফল্য। তিনি আরো বলেন, কারিগরি শিক্ষা সময় উপযোগী এক শিক্ষা মাধ্যম। এ শিক্ষার মাধ্যম হবে হাতে কলমে এবং প্র্যাকটিক্যাল। যাতে পরিবারের বিভিন্ন কাজগুলোও শিক্ষার্থীরা নিজেরাই করতে পারে। কর্মের কারণে অনেক বাবা-মা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। ওই সন্তানরা উচ্চ শিক্ষা করে বাবা-মার পেশাকে সম্মানের চোখে দেখে না। তাদের মধ্যে এক ধরনের অহমিকা চলে আসে। শিখন-শেখানো পদ্ধতি ও কৌশল পদ্ধতি জ্ঞান অর্জন করে চতুর্মুখী হবে। বর্তমানে বিদ্যালয়টি মাননীয় শিক্ষামন্ত্রী ও চাঁদপুর পৌরসভার মেয়র মহোদয়ের চেষ্টায় আধুনিকতার ছোঁয়া পেয়েছে। এখানে শিক্ষার মান বেড়েছে। আমার বিশ্বাস একসময় এ স্কুলটি জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরার সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃদুল সাহা, অভিভাবক মোঃ আবদুর রহমান, রাণী মজুমদার প্রমুখ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়