শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জুন ২০২৩, ০০:০০

এসিজি গ্রুপ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করে সেবার মানোন্নয়নে কাজ করবে
সংবাদ বিজ্ঞপ্তি ॥

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরো তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেবাখাতের সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে স্থানীয় জনগোষ্ঠীকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে সেবাদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতাণ্ডজবাবদিহিতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে আব্দুল আউয়াল গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গত ৩১ মে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি ও সদস্য কাজী শাহাদাত। তিনি বলেন, সকল প্রকার অনিয়ম, অনাচার, দুর্নীতির সাথে যুদ্ধ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বিদ্যালয়টির উন্নয়নে কাজ করতে চাই। কারণ পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চলতে পারে না। তিনি আরো বলেন, আপনার সন্তানের পেছনে আপনাকে সময় দিতে হবে। সন্তানদের ভবিষ্যৎ গড়তে হলে অবশ্যই তাদেরকে পড়াশোনা করাতে হবে। বিদ্যালয়ের সহযোগী শক্তি হিসেবে এসিজি গ্রুপ স্কুলের শিক্ষার মানোন্নয়নে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। আমরা চাই, এই স্কুলটি আগামী এক বছরের মধ্যে শিক্ষাক্ষেত্রে এতোটাই উন্নয়ন করবে যে, যার ফলে বিদ্যালয়টি বি-গ্রেড থেকে এ-গ্রেডে উন্নীত হবে। সমাজকে সুন্দর ও দুর্নীতিমুক্ত করার জন্যে আমরা প্রতিনিয়ত কাজ করছি। এসিজি গ্রুপ মূলত প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করে শিক্ষার মানোন্নয়নের জন্যে কাজ করবে। স্কুলটিকে কীভাবে আরো ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায় সেজন্যে এসিজি গ্রুপের সহায়ক হিসেবে সনাক কাজ করবে। আমরা আশা করছি, আপনাদের সার্বিক সহযোগিতায় সনাক-চাঁদপুরের দুর্নীতিবিরোধী আন্দোলন আরো ত্বরান্বিত হবে।

সভাপতির বক্তব্যে সনাক সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া বলেন, সমাজের উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে নারী-পুরুষকে সমানভাবে এগিয়ে যেতে হবে। আপনারা শিক্ষার আলোয় আলোকিত হয়েছেন বলেই আজ এই স্কুলের শিক্ষার মানোন্নয়নে কাজ করার জন্যে এখানে এসেছেন। এসিজি গ্রুপ বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্যে কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে। এসিজি গ্রুপ স্কুলের পাশে থেকে স্কুলকে সহযোগিতা করে শিক্ষার মানোন্নয়নে কাজ করবে। সেবাদাতা ও সেবা গ্রহীতাদের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। দুর্নীতির বিরুদ্ধে আরো বেশি জনসচেতনতা তৈরির জন্যেই অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন করা হয়েছে। আর এই এসিজি গ্রুপ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে। তিনি আব্দুল আউয়াল গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়-কেন্দ্রিক ২০ সদস্যবিশিষ্ট অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মোঃ ইকবাল হোসেনকে সমন্বয়কারী এবং মোঃ ইমাম হোসাইন ও মরিয়ম আক্তারকে সহ-সমন্বয়কারী হিসেবে নির্বাচিত করা হয়।

অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠনের লক্ষ্য, উদ্দেশ্য, এটা কী, কেন গঠন করা হবে এ বিষয়ে বক্তব্য রাখেন টিআইবির কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা। তিনি বলেন, এসিজি গ্রুপ প্রতিষ্ঠানের সমস্যাগুলো চিহ্নিত করে পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের জন্যে ভূমিকা পালন করবে। এসিজি গ্রুপের এ সকল কার্যক্রম বান্তবায়ন করার জন্য সনাক-টিআইবি সব ধরনের সহযোগিতা করবে। তিনি এসিজি গ্রুপে যুক্ত হওয়ার ন্যে সবাইকে ধন্যবাদ জানান। এছাড়াও বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি জেসমিন আক্তার (জেসী), সনাক সদস্য রফিক আহমেদ মিন্টু ও আব্দুল আউয়াল গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়