প্রকাশ : ০২ জুন ২০২৩, ০০:০০
![জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে জেলা ছাত্রদলের আলোচনা ও দোয়া](/assets/news_photos/2023/06/02/image-33785.jpeg)
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩১ মে বুধবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে জেলা ছাত্রদলের এই আয়োজন অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম।
তিনি বলেন, আজকে যারা ছাত্র তারা আগামীদিনের ভবিষ্যৎ প্রজন্ম। তোমদেরই সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। ছাত্রদের রাজনীতি করার পাশাপাশি বেশি বেশি পড়াশোনা করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী এবং দেশের ইতিহাস ও সংস্কৃতি পড়তে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর আমলে ছাত্রলীগ ছিলো আতঙ্ক, বিভিন্ন দলবাজি ও টেন্ডারবাজিতে লিপ্ত। বর্তমান হাসিনা সরকার আমলে দলবাজি, টেন্ডারবাজির পাশাপাশি গুম, খুন, ধর্ষণ, মাদকসহ বিভিন্ন বাণিজ্যে লিপ্ত। তাই তোমাদের উদ্দেশ্যে বলছি, শেখ হাসিনাকে নিয়ে টানাটানি বা খালেদা জিয়াকে ক্ষমতায় আসতে হবে তা নয়, ছাত্রদলের রাজনীতি হবে পরিষ্কার-পরিছন্ন। এখন দেশে অনেকে পড়াশোনা করেও চাকরি পায় না। আজ মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে সমাজের বোঝা হয়ে পড়ছে। আর অবৈধ সরকার বিভিন্ন সভা-সমাবেশে বলছে দেশ এগিয়ে যাচ্ছে। অথচ চারদিকে দ্রব্যমূল্যের বাজারে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। তাই তোমাদের মানুষ ও সমাজের জন্য কাজ করতে হবে। তাহলে রাজনীতি জীবন সার্থক হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক সেলিমুস সালাম।
চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজীর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও মেহেদী হাসান শাকিল, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাবিব শেখ, চাঁদপুর সরকারি কলেজ শাখার আহ্বায়ক সোহেল গাজী, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদ ফয়সাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিসান আহমেদ প্রমুখ। এ সময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তারেক রহমানসহ সকলের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।