শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জুন ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জে প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে জেরিয়াট্রিক পুষ্টির ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জাতীয় পুষ্টি পরিসেবার উদ্যোগে ও স্বাস্থ্যসেবা অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত এই কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরীর সভাপ্রধানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা, মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম. মোহাম্মদ আলী জিন্নাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুন পাঠান, নূরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী প্রমুখ।

কর্মশালায় প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় কী ধরনের সেবা দিতে হবে সেসব বিষয়ের ওপর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মুজাম্মেল হোসেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্মশালায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ এই বিষয়ে বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়