প্রকাশ : ০১ জুন ২০২৩, ০০:০০
![আব্দুল আউয়াল গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়-কেন্দ্রিক অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন](/assets/news_photos/2023/06/01/image-33749.jpg)
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরো তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেবাখাতের সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে স্থানীয় জনগোষ্ঠীকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে সেবাদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতাণ্ডজবাবদিহিতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে আব্দুল আউয়াল গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গতকাল ৩১ মে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন করা হয়।
২০ সদস্যবিশিষ্ট এসিজি-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন সনাক সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মোঃ ইকবাল হোসেনকে সমন্বয়কারী এবং মোঃ ইমাম হোসাইন ও মরিয়ম আক্তারকে সহ-সমন্বয়কারী হিসেবে নির্বাচিত করা হয়। গ্রুপের অন্য সদস্যরা হলেন : জিলহাজ্ব মৃধা, মোঃ হযরত আলী বকাউল, মোঃ নাদিম মাল, মোঃ আরমান শেখ, মোঃ আলম খান, মোঃ জামাল, আলামিন দেওয়ান, আলআমিন বেপারী, ফাতেমা আক্তার, সাদিয়া আক্তার, সাদিয়া আক্তার, তানিয়া আক্তার, নাছরিন বেগম, মুক্তা আক্তার, মোঃ সিয়াম, সাবিনা আক্তার ও রোয়াইদা আক্তার।
টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি জেসমিন আক্তার (জেসী), সনাক সদস্য রফিক আহমেদ মিন্টু ও আব্দুল আউয়াল গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ।