শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ জুন ২০২৩, ০০:০০

বিশ্ব তামাকমুক্ত দিবসে আধূনিকের অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা
বাদল মজুমদার ॥

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ মে বুধবার সকালে আমরা ধূমপান নিবারণ করি (আধূনিক) চাঁদপুরের বাস্তবায়নে ও বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘তামাক নয় খাদ্য ফলান’ প্রতিপাদ্যের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আধূনিক চাঁদপুরের সভাপতি ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আধূনিক চাঁদপুরের সহ-সভাপতি ও বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান প্রমুখ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ সেলিম পাটওয়ারী ও বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার। সঞ্চালনায় ছিলেন সংগঠনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মোঃ মুজিবুর রহমান।

বিদ্যালয় মিলনায়তনে আধূনিকের আয়োজনে শিক্ষার্থীদের দাঁতের যত্ন ও মুখগহ্বরের ক্যান্সার এবং অন্যান্য রোগ বিষয়ক সচেতনতামূলক আলোচনা ও সতর্কীকরণ সেমিনারের শুভ উদ্বোধন করেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দন্ত চিকিৎসক মাসুদ হাসান ও তার স্ত্রী রাশেদা আক্তার। বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় সভাপ্রধানের দায়িত্ব পলন করেন অধ্যক্ষ মোশারেফ হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়