প্রকাশ : ০১ জুন ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নূরু মিয়া (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাইকপাড়া উত্তর ইউনিয়নে। এ ব্যাপারে ওই শিক্ষার্থীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, গত মঙ্গলবার (৩০ মে) দুপুরে ওই শিক্ষার্থী স্কুল থেকে দুপুরের খাবার খাওয়ার জন্যে বাড়ি যাওয়ার সময় নূরু মিয়া রাস্তার পাশে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে পাশের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে ওই শিক্ষার্থীর মা থানায় লিখিত অভিযোগ করলে থানা পুুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্ত নূরু মিয়াকে আটক করে। পরে তাকে বুধবার (৩১ মে) আদালতে প্রেরণ করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের আলোকে অভিযুক্ত নূরু মিয়া (৫৫)কে আটক করে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।