শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ মে ২০২৩, ০০:০০

বিভাগীয় পর্যায়ে জারি গানে শ্রেষ্ঠ শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরি স্কুল
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভাগীয় পর্যায়ে জারি গানে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে শাহরাস্তি উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা। গতকাল ২৯ মে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই কৃতিত্ব অর্জন করে। স্কুলটি উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করার পরে জেলা পর্যায়েও তারা শ্রেষ্ঠত্ব অর্জন করে। ২৯ মে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে তারা এ সাফল্য ধরে রাখে। এবার দেশসেরা হওয়ার স্বপ্ন স্কুল শিক্ষার্থীদের।

বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা উপ-সচিব হাবিব উল্লাহ মারুফ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন। স্কুলটির প্রতিষ্ঠালগ্ন থেকে সার্বক্ষণিক আন্তরিক সহযোগিতা দিয়ে আসছেন তিনি। লেখাপড়ার পাশাপাশি এ সাফল্য ধরে রেখে আগামীতে আরো ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্কুলটির প্রধান শিক্ষক নূরুল ইসলাম প্রধানীয়া জানান, শিক্ষার্থীদের এ সাফল্যে আমরা আনন্দিত। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা তাদেরকে গড়ে তুলতে চেষ্টা করে যাচ্ছি। আমি সকলের সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়