প্রকাশ : ২৯ মে ২০২৩, ০০:০০
২৮ মে রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উৎসব উদযাপনের লক্ষ্যে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় এবং কলেজের সাহিত্য সংস্কৃতি কমিটির আহ্বায়ক ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।
প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, ১৯৭২ সালের ১০ অক্টোবর বিশ্বশান্তি পরিষদ বঙ্গবন্ধুর সারাজীবনের দর্শন আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক পদায়নের জন্যে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করেন। ১৯৭৩ সালের ২৩ মে এশিয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারী জেনারেল রমেশ চন্দ্র। এটিই ছিল স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্র নেতার প্রথম আন্তর্জাতিক সম্মান লাভ। অধ্যক্ষ আরো বলেন, বঙ্গবন্ধু গৃহীত বাংলাদেশ সংবিধানের ২৫নং অনুচ্ছেদের বর্ণিত পররাষ্ট্রনীতিসমূহ চিন্তা করলে বুঝা যায়, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাঁর মনোভাব। শান্তির দূত বঙ্গবন্ধুর দর্শন আজ সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর দর্শন ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, কলেজের সাহিত্য সংস্কৃতি কমিটির আহ্বায়ক ও ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন, পদার্থবিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক জীবন কানাই সাহা, একাদশ শ্রেণির শিক্ষার্থী মোর্শেদা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস ইন রোভারের সদস্যরা উপস্থিত ছিলেন।