শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ মে ২০২৩, ০০:০০

কাজী মোজাম্মেল হকের মৃত্যুতে স্মরণ সভা ও মিলাদ মাহফিল
বাবুল মুফ্তী ॥

ঢাকাস্থ মতলব প্রোগ্রেসিভ ফোরামের কোষাধ্যক্ষ কাজী মোজাম্মেল হকের মৃত্যুতে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭মে) বিকেলে মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে এই স্মরণ সভা ও মিলাদ মাহফিলে ঢাকাস্থ মতলব প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি আলহাজ্ব একেএম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ ফজলুল হক সরকার হান্নান।

বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠনের উপদেষ্টা এসএম জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকাস্থ মতলব প্রোগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, বিশিষ্ট সমাজসেবক ওবায়েদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র সংগঠনের সদস্য সামিউল বাসার, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখোয়াত হোসেন সরকার মুকুল, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডঃ আক্তারুজ্জামান, ব্যাংকার ও অত্র সংগঠনের সদস্য সহিদুল ইসলাম জমাদার প্রমুখ। আলোচনা শেষে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা রবিউল ইসলাম। এ সময় ঢাকাস্থ মতলব প্রোগ্রেসিভ ফোরামের নেতৃবৃন্দ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়