প্রকাশ : ২৯ মে ২০২৩, ০০:০০
![আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই](/assets/news_photos/2023/05/29/image-33620.jpg)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে ফরিদগঞ্জ পৌরসভায় আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়েছে। রোববার (২৮ মে) সকালে ফরিদগঞ্জ পৌরসভার হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতিকেই একটি স্বাধীন দেশ উপহার দেননি। তিনি শুধু আামদের মনের মানুষ নন, পুরো বিশ্বের আপামর জনগণের হৃদয়ে বাস করতেন। জুলিও কুরি শান্তি পদক তার বড় উদাহরণ। আপনারা জানেন, টুঙ্গিপাড়ার এই খোকা যতই বড় হয়েছে, ততই নিজের মেধার মাধ্যমে এদেশের মানুষের জন্যে কাজ করেছেন। ১৯৬৯ সালের গণআন্দোলন ও ১৯৭০ সালের নির্বাচনে অভূতপূর্ব বিজয়ের পর তিনি পাকিস্তানিদের যেভাবে মোকাবেলা করেছেন, তা অনুকরণীয়। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে তিনি একদিকে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন, অন্যদিকে পাকিস্তানিদেরও শান্তির কথা বলেছেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশ গঠন ও দেশের মানুষের জন্যে নিরলস কাজ করেছেন। অনিয়ম ও দুর্নীতি রোধে তিনি সাহসী ভূমিকা রেখেছিলেন। জাতির পিতা জীবদ্দশায় এই দেশকে সোনার বাংলা গড়তে না পারলেও তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা গত সাড়ে ১৪ বছরে দেশকে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত বাংলাদেশ। দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই।
পৌরসভার প্রধান নির্বাহী শাহ সুফিয়ান খানের সভাপতিত্বে ও সাখাওয়াত হোসেন মিন্টুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম চৌধুরী, সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেন, প্যানেল মেয়র আঃ মান্নান পরান, মোহাম্মদ হোসেন, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাজীব মজুমদার। আলোচনা সভা শেষে জুলিও কুরি পদক প্রাপ্তির সেই প্রামাণ্য চিত্র প্রর্দশিত হয়।