প্রকাশ : ২৯ মে ২০২৩, ০০:০০
![বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তিতে সে সময় সারা বিশ্বের কাছে বাংলাদেশ উপস্থাপিত হয়েছিলো](/assets/news_photos/2023/05/29/image-33614.jpg)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবদ্দশায় দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও নিপীড়নমুক্ত করার জন্যে কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তিতে সে সময় সারা বিশ্বের কাছে বাংলাদেশ উপস্থাপিত হয়েছিলো। বঙ্গবন্ধু যেমনিভাবে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে গেছেন, তেমনিভাবে আমাদের সমাজের সকল স্তরের নেতৃত্বাধীন সবাইকে কাজ করতে হবে। ফরিদগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলি ও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা।
রোববার (২৮ মে) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা কৃষি অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে. এম. মোহাম্মদ আলী জিন্নাহ, ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ মণ্ডল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম হাবিবুর রহমান। গীতা পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিতেশ চন্দ্র শর্মা। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ক’টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।