প্রকাশ : ২৮ মে ২০২৩, ০০:০০
![কচুয়ায় অসুস্থ তিন শিক্ষককে আর্থিক সহায়তা প্রদান](/assets/news_photos/2023/05/28/image-33592.jpg)
কচুয়া উপজেলার কলেজ, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় গতকাল শনিবার অসুস্থ তিন শিক্ষককে ৫৮ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। স্কুল, মাদরাসা ও কলেজ শিক্ষক-কর্মচারীদের প্রধান সমন্বয়ক আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের উদ্যোগে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অসুস্থ শিক্ষকরা হলেন : তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিলীপ চক্রবর্তী, নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক হেদায়েত উল্লাহ ও বুরগী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হানিফ মিয়া।
প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মিজানুর রহমান এক প্রতিক্রিয়ায় বলেন, অতীতেও কচুয়া উপজেলা শিক্ষা পরিবার অসুস্থ ও অসহায় শিক্ষকের পাশে ছিলো। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে। তিনি আর্থিক সহায়তার জন্যে উপজেলার সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদেরকে ধন্যবাদ জানান।