প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ](/assets/news_photos/2023/05/27/image-33531.jpg)
আত্ম-কর্মসংস্থানের জন্যে ফরিদগঞ্জ পৌর এলাকায় প্রশিক্ষণপ্রাপ্ত অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ মে) দুপুরে পৌর এলাকার কেরোয়া গ্রামে ৩০জন নারীর মাঝে জেলা পরিষদের অর্থায়নে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারীর পক্ষে সেলাই মেশিন বিতরণকালে পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন শোভন, তরুণ সমাজসেবক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোঃ রায়হান হোসেন বাবুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।