প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জ পৌর এলাকার উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়র](/assets/news_photos/2023/05/27/image-33528.jpg)
ফরিদগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের আওতাধীন মিরপুর গ্রামের সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। শুক্রবার (২৬ মে) সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন নিয়ে কাজ পরিদর্শন শেষে চলমান কাজের গুণগত মান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন বাবুল পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, পৌরসভার কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন, সাবেক কাউন্সিলর মহসিন তালুকদার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ আহমেদ প্রমুখ।