শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০

চাঁদপুরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন বিচারপতি মোঃ রেজাউল হাসান
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুরে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ রেজাউল হাসান। শুক্রবার ২৬ মে বিকেল সাড়ে ৩টায় জেলা জজ আদালত চত্বরে আগত বিচারপ্রার্থীদের জন্যে নির্মিত বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক, জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) জান্নাতুল ফেরদাউস চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ রফিকুল হাসান রিপন, জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরী, জিপি অ্যাডঃ আব্দুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডঃ তৌহিদুল ইসলাম তরুণ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়াসহ কার্যকরী কমিটির সদস্যসহ বিচার বিভাগের বিচারকগণ।

দুপুরে ন্যায়কুঞ্জ উদ্বোধনের পর জেলা জজ আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি অংশ নেন। এরপর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে মোকদ্দমা নিষ্পত্তিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা জজ আদালতের বিচারকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়