শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ মে ২০২৩, ০০:০০

স্টাফ রিপোর্টার ॥

প্রতি বছরের ন্যায় এই বছরও ব্যাপক আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে হচ্ছে ২৪ প্রহরব্যাপী হরিনাম যজ্ঞানুষ্ঠান। দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রীল শ্রীযুক্ত প্রভুপাদ জীবনকৃষ্ণ গোস্বামী (নবদ্বীপ) কর্তৃক প্রতিষ্ঠিত এবং তারই শিষ্য, অনুরাগী সার্বজনীন হরিনামযজ্ঞ উৎসব পরিচালনা কমিটির পরিচালনায় শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানটি গত ২১ মে রোববার ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরানবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে শুরু হয়েছে। আজ ২৬মে শুক্রবার শেষ হবে সপ্তাহব্যাপী আয়োজিত ধর্মীয় এই অনুষ্ঠান। কীর্ত্তন চলাকালীনই মধ্যাহ্নে বিতরণ করা হবে মহোৎসবের মহাপ্রসাদ। এছাড়াও প্রতিদিনই কীর্ত্তন চলাকালীন দেশী-বিদেশী সকল ভক্তের মাঝে দুপুর ও রাত্রিকালীন সময়ে প্রসাদ বিতরণ করা হয়েছে। আর দেশ-বিদেশের কীর্ত্তনীয়া দল বিতরণ করেছে মহাহরিনাম। আয়োজিত অনুষ্ঠানে এ বছর ব্যাপক ভক্ত সমাগম হয়েছে বলে জানান হরিসভা মন্দির কমপ্লেক্সের পুরোহিত কেদার নাথ চক্রবর্তী। তিনি বলেন, সকলের আন্তরিক সহায়তায় ব্যাপক আয়োজনে গুরুদেব প্রতিষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানটি সু-সম্পন্ন হওয়ায় আমরা ভীষণভাবে আনন্দিত। ভগবান যেন সকলের মঙ্গল করেন এটাই আমাদের উৎসবের লক্ষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়