প্রকাশ : ২৫ মে ২০২৩, ০০:০০
দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে আরো তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেবাখাতের সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন : টুওয়ার্ডস্ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলি (প্যাকটা) প্রকল্পের আওতায় স্থানীয় জনগোষ্ঠীকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে সেবা গ্রহণের অভিজ্ঞতার আলোকে তৃণমূল পর্যায়ের সেবাদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতাণ্ডজবাবদিহিতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গতকাল ২৪ মে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি ও সদস্য কাজী শাহাদাত। তিনি বলেন, সনাক-চাঁদপুর বিগত বছরগুলোতে প্রাথমিক সেক্টরে কাজ করেছে। বর্তমান প্রকল্পে প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয় নিয়েও কাজ করছে। একটি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এসএমসি যদি সচেতন হয় তাহলে শিক্ষার মান বৃদ্ধি পাবে এবং দুর্নীতিও থাকবে না। তিনি আরো বলেন, যদি স্কুলটি শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকে তাহলে স্কুলটিকে এগিয়ে নেওয়ার জন্যে এসিজি গ্রুপকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা মূলত শিক্ষাক্ষেত্রে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। এসিজি গ্রুপ মূলত প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করে শিক্ষার মানোন্নয়নের জন্যে কাজ করবে। কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে। স্কুলটিকে কিভাবে আরো ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায় সেজন্যে এসিজি গ্রুপের সহায়ক হিসেবে সনাক কাজ করবে। আমরা আশা করছি আপনাদের সার্বিক সহযোগিতায় সনাক-চাঁদপুরের দুর্নীতিবিরোধী আন্দোলন আরো ত্বরান্বিত হবে।
সনাক সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া বলেন, আমাদের উদ্দেশ্য এই স্কুল থেকে আলোকিত মানুষ বের হবে, সেই মানুষ এলাকাকে এগিয়ে নেবে। এসিজি গ্রুপ এই স্কুলের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রত্যাশা করছি। স্কুলে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো সমাধানে এসিজি গ্রুপ কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে। আমরা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন তৈরি করতে এসেছি। সেবাদাতা ও সেবা গ্রহীতাদের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। দুর্নীতির বিরুদ্ধে আরো বেশি জনসচেতনতা তৈরির জন্যেই একটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন করা হয়েছে। আর এই এসিজি গ্রুপ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে। তিনি কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রিক ১৮ সদস্যবিশিষ্ট অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মোঃ শামীম পাটওয়ারীকে সমন্বয়কারী এবং রোজিনা আক্তার ও ফয়সাল আহমেদ সহ-সমন্বয়কারী হিসেবে নির্বাচিত করা হয়। গ্রুপের অন্য সদস্যরা হলেন : নাবিলা আক্তার, সালমা আক্তার, হাসিনা আক্তার, তানজিনা আক্তার, সুমি আক্তার, শরীফ হোসেন, নাঈম খান, হোসেন খান, ফারজানা খান, জাবেদ আখন্দ, রফিউল আহমেদ, রুমা খান, উসমা খান, রোকসানা আক্তার ও সামিয়া খান।
অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠনের লক্ষ্য, উদ্দেশ্য, এটা কী, কেন গঠন করা হবে এ বিষয়ে বক্তব্য রাখেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা। তিনি বলেন, এসিজি গ্রুপ প্রতিষ্ঠানের সমস্যাগুলো চিহ্নিত করে পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের জন্যে ভূমিকা পালন করবে। এসিজি গ্রুপের এ সকল কার্যক্রম বান্তবায়ন করার জন্যে সনাক-টিআইবি সব ধরনের সহযোগিতা করবে। তিনি এসিজি গ্রুপে যুক্ত হওয়ার জন্যে সবাইকে ধন্যবাদ জানান। এছাড়াও বক্তব্য রাখেন কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাসান মাহমুদ। উপস্থিত ছিলেন, সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ।