শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ মে ২০২৩, ০০:০০

দীর্ঘ অপেক্ষার পর নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচন প্রক্রিয়া শুরু
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

প্রায় এক যুগ পর মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দীর্ঘদিন নির্বাচন বঞ্চিত এ বাজারের ব্যবসায়ীবৃন্দ। সাধারণ ভোটারদের মধ্যেও বিরাজ করছে উৎসবের আমেজ। তারা অপেক্ষায় আছেন ভোটের মাধ্যমে তাদের ব্যবসায়ী নেতা নির্বাচনের জন্যে। দীর্ঘদিন পর কে হচ্ছেন নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নেতা--এ নিয়ে চায়ের দোকান ও ব্যবসায়ীদের মাঝে চলছে আলোচনা।

জানা যায়, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নিয়মিত সভা গত ২০ মে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। নির্বাচন প্রক্রিয়া শুরুর অংশ হিসেবে আজ ২৫মে বৃহস্পতিবার থেকে নারায়ণপুর বাজারের ব্যবসায়ীদের ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম শুরু হবে।

ভোটের বিষয়ে নারায়ণপুর বাজারের ব্যবসায়ী মোঃ মোরশেদ আলম পাটোয়ারী জানান, বণিক সমিতির নির্বাচন হবে এটা খুবই ইতিবাচক। তিনি আরো বলেন, একজন যোগ্য ব্যক্তির হাতে এই বাজারের দায়িত্ব যাবে একজন দোকানদার হিসেবে এটাই আমার প্রত্যাশা।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন রিপন জানান, বাজারের ব্যবসায়ীদের প্রতি আমরা সব সময় আন্তরিক। বিভিন্ন জটিলতায় নির্বাচন বিলম্বিত হয়েছে। এখন নির্বাচনের জন্যে আমরা প্রস্তুত। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যবসায়ীসহ সকলের সহযোগিতা কামনা করছি।

এ ব্যাপারে নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি মোঃ সফিকুল ইসলাম স্বপন মজুমদার বলেন, বাজারের নির্বাচন এর আগেও দিতে চেয়েছিলাম। বিভিন্ন জটিলতা ও অনেকের অসহযোগিতায় তা সম্ভব হয়নি। ব্যবসায়ীদের সহযোগিতা পেলে কম সময়ের মধ্যে বাজারের নির্বাচন সম্পন্ন করতে পারবো। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, প্রতি দোকান থেকে একজন ভোটার হতে পারবেন। ভোটার হওয়ার জন্যে ব্যবসায়ীর দুই কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুই মাসের পাহারা-চাঁদা প্রমাণপত্র হিসেবে জমা দিতে হবে। একই সাথে তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ করার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০১১ সালের ২৩ ডিসেম্বর নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন সফিকুল ইসলাম স্বপন মজুমদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সৈয়দ মঞ্জুর হোসেন রিপন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়