প্রকাশ : ২৪ মে ২০২৩, ০০:০০
![চাঁদপুর পৌর ও সদর উপজেলা মৎস্যজীবী লীগের বিক্ষোভ মিছিল](/assets/news_photos/2023/05/24/image-33375.jpg)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে চাঁদপুর পৌর ও সদর উপজেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২২ মে সোমবার বিকেল শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসভবনের সামনে থেকে জেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর পৌর মৎস্যজীবী লীগের সভাপতি শাহ আলম মল্লিক এবং সদর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সফিকুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় শিক্ষামন্ত্রীর বাসভবনে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণ করেন জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মিজি, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক বেপারী, জেলে বিষয়ক সম্পাদক উপরাজ বর্মন, সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার, সদস্য ওচমান বেপারী, মতলব দক্ষিণ উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মনোরঞ্জন বেপারী, সদস্য সচিব মধু সিং, মৎস্যজীবী লীগ নেতা মিজানুর রহমান, সদর উপজেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ মিজি, পৌর কমিটির সহ-সভাপতি মালেক বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল, মৎস্যজীবী লীগ নেতা ছামেদ ঢালী, শুক্কুর শিকদার, শাহ জালাল মল্লিক, ইয়াকুব, মিছির প্রমুখ।