প্রকাশ : ২৪ মে ২০২৩, ০০:০০
গতকাল ২৩ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী পালন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান। বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. বেলাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর এ এম এম হামিদুর রহমান, পরিচালক (হিসাব ও অর্থ) হামিদুল হক খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম লুৎফর রহমান বলেন, একাত্তর সালে এই অবিসংবাদিত নেতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র দুই বছরের মাথায় বিশ্বশান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় বিশ্বের ১৪০টি দেশের প্রায় ২০০ সদস্যের উপস্থিতিতে এবং ঐক্যমতের ভিত্তিতে বঙ্গবন্ধুর জীবন দর্শন আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের প্রেক্ষাপট বিবেচনায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক প্রদান করা হয়। স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্র নেতার সেটি ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ।