প্রকাশ : ২৩ মে ২০২৩, ০০:০০
![প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে শাহরাস্তি পৌর আওয়ামী লীগের বিক্ষোভ](/assets/news_photos/2023/05/23/image-33336.jpg)
রাজশাহীর বিএনপি নেতা কর্তৃক বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শাহরাস্তি পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ মে (সোমবার) বিকেল ৫টায় শাহরাস্তি গেট (দোয়াভাঙ্গা) এলাকায় পৌর আওয়ামী লীগ, উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ওমর ফারুক দর্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোশারেফ হোসেন মুশু পাটোয়ারী, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ কামাল হোসেন প্রধানিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবির, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুষার চৌধুরী রাসেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ ইমরান মনির প্রমুখ।
বিক্ষোভে পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।