প্রকাশ : ২৩ মে ২০২৩, ০০:০০
![গুণগত শিক্ষার্জনে দিক-নির্দেশনাই পারে শিক্ষার্থীর জীবন বদলে দিতে](/assets/news_photos/2023/05/23/image-33328.jpg)
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাউন্সেলিং ২২ মে সোমবার অনুষ্ঠিত হয়। কাউন্সেলিং সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ। সভায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভালো ফলাফল অর্জনে শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার আহ্বান করা হয়। বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা যেসব সমস্যা তুলে ধরেন, বিষয় ভিত্তিক শিক্ষকম-লী সেই সকল সমস্যা সমাধানের মাধ্যমে সঠিক গাইড লাইন প্রদান করেন। কাউন্সেলিং সভায় বক্তব্য রাখেন মোঃ আল-আমিন (প্রভাষক, ইংরেজি বিভাগ), নাজমা আক্তার (সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ), বিলকিস আরা বেগম (সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ) এবং উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্যা। অনুষ্ঠান পরিচালনা করেন মাকছুদুর রহমান (সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)। শিক্ষার্থীদের মধ্য থেকে তাদের সমস্যার কথা তুলে ধরেন অন্তু সাহা (রোল ৬২৭), আরাফাত হোসেন সাগর (রোল ৬০১), সায়মা আক্তার ( রোল ৬৮৩), আফরোজা (রোল ৮৮১) ও মিতু ইসলাম (রোল ৭৩৯)।