প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ০০:০০
৭ আগস্ট মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান। প্রথমে তিনি উপজেলার গজরা ইউনিয়নের ক্যাম্পেইন উদ্বোধন করেন। পর্যায়ক্রমে বিভিন্ন ইউপির টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেনসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যানবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, ক্যাম্পেইনের মাধ্যমে প্রান্তিক জনগণকে ভ্যাকসিনেশনের আওতায় আনার কার্যক্রম শুরু হলো। ক্যাম্পেইনের মাধ্যমে সবাইকে টিকার আওতায় নিয়ে আসা হবে। তাদের প্রত্যেকের জন্যই দ্বিতীয় ডোজের টিকাও সরবরাহ করে রাখা হবে। নিয়মিত টিকাদান কর্মসূচি অব্যাহত রেখে ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
গণটিকা কার্যক্রমের আওতায় মতলব উত্তর উপজেলার প্রতিটি ইউনিয়নের ৬০০ জনকে এ টিকা দেয়া হয়। টিকাদানে বয়স্ক, প্রতিবন্ধী নাগরিকদের অগ্রাধিকার দেয়া হয়।