প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ০০:০০
![কচুয়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রবাসী কল্যাণ পরিষদের ঢেউটিন বিতরণ](/assets/news_photos/2023/04/03/image-31457.jpg)
কচুয়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে গৃহ নির্মাণ করার জন্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে কচুয়া পৌরসভার কুটিয়া গ্রামে ও কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে দুটি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রবাসী কল্যাণ পরিষদ কচুয়া উপজেলা শাখার উদ্যোগে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
এ সময় আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইম, সাংবাদিক মেহেদী হাসান, প্রবাসী কল্যাণ পরিষদ কচুয়া উপজেলা শাখার কোষাধ্যক্ষ জসিমউদ্দীন ও সমাজসেবক মির্জা আবদুল্লাহ আল মামুন, কুটিয়া লক্ষ্মীপুর ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওলানা আবু বকরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রবাসী কল্যাণ পরিষদ কচুয়া উপজেলা শাখার সভাপতি কাজী মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক সোহেল সওদাগর জানান, আমরা সবাই মানুষ। আমাদের সকলের প্রতি সকলের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। আমাদের সংগঠনটি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে। ভবিষ্যতেও তাদের এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ড ও মানবসেবা অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।