প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ০০:০০
![মতলব দক্ষিণে এমএ আজিজ ঢালীর মিলাদ ও দোয়া](/assets/news_photos/2023/01/30/image-29003.jpg)
মতলব দক্ষিণে ঘিলাতলী ঢালী বাড়ির কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক এমএ আজিজ ঢালী। গত ২৮ জানুয়ারি রাতে নিজ বাড়ি উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের ঢালী বাড়িতে এ মিলাদের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সি, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি তালুকদার এবিএম মুসা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিয়াউল মাওলা কচি, উপজেলা যুবদলে সাবেক প্রচার সম্পাদক মোরশেদ আলম, থানা বিএনপির সাবেক সদস্য মোঃ কবির মুন্সি, সাবেক যুবনেতা মোঃ বিল্লাল মাস্টার, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ লিটন মজুমদার, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ কাউছার আলম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন মোল্লা, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ সাহেব আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা ইউপি সদস্য খোকন দেওয়ানজী, খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ঢালী, সাংগঠনিক সম্পাদক মমিন মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। এ সময় এমএ আজিজ ঢালীর বাড়িতে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়।
সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঘিলাতলী সাইনবোর্ড বকাউল বাড়ি মসজিদের ইমাম মাওলানা মোঃ ইদ্রিস প্রধান।