প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ০০:০০
![অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করছে](/assets/news_photos/2023/01/30/image-28996.jpg)
গত ২৯ জানুয়ারি হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে ৪নং উত্তর পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা ফাউন্ডেশনের ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে সাবেক সরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তর এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও ১টি অবহেলিত এলাকা। দীর্ঘদিন ওই অঞ্চলের জনগোষ্ঠী দুঃখ দুর্দশা ভোগ করে আসছেন। বর্তমান সরকারের পক্ষ থেকে আমি তাদের উন্নয়নের জন্যে কাজ করে আসছি। এই অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছিয়ে দেয়ার জন্যে সরকারের পক্ষ থেকে উক্ত বিদ্যালয়ে ১টি ৪তলা ফাউন্ডেশনের প্রায় ৯১ লক্ষ টাকা ব্যয়সাপেক্ষ ভবন নির্মাণ করার জন্য নির্ধারণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনিশ চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিউল আলম ও রাজারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ নেওয়াজ মুন্সীর যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবীবুর রহমান লিটন, রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হান্নান পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আক্তার মুন্সী। উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আঃ মালেক সুজন প্রধানীয়া, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ জাকির হোসেন বেপারী, মোঃ শরিফ খানসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।