প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০০
![হাইমচরে প্রবাসী কল্যাণ সংস্থার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী](/assets/news_photos/2023/01/29/image-28961.jpg)
‘এসো দূর করি অসহায় মানুষের কষ্টের কালো রাত, তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর হাইমচরে প্রবাসী কল্যাণ সংস্থার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৩ উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন তেলওয়াত, হামদ ও নাত প্রতিযোগিতা, পোশাক উপহার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারি শনিবার সকালে হাইমচরের দুর্গাপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম রুমে প্রবাসী কল্যাণ সংস্থার পোশাক উপহার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পরিচালক ও সদস্য সচিব মানিক বেপারীর সভাপতিত্বে এবং দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সালাউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আহ্বায়ক এসবিএন সোবহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহফিজুস সুন্নাহ নেসারিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা মুরাদ হাসান, প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক আলমগীর হোসেন আখন, আরেফিন শরিফ, আলমগীর হোসেন, জনি আখন, রুবেল রাঢ়ী, যুগ্ম আহ্বায়ক আসলাম সিদ্দিকী উজ্জ্বল, মোঃ হাসান, সাইফুল নেপাল ও আমির হামজা।
উপস্থিত ছিলেন সংস্থার সদস্য আবুল বাশার পাটোয়ারী, শাহজালাল জসিম, স্বপন খান আকাশ, রাসেল গাজী, জসিম আখন, সোহেল খান রুবেলসহ শিক্ষার্থীবৃন্দ।