প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০০
![নারায়ণপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে এমএ আজিজ ঢালীর ফুলেল শুভেচ্ছা](/assets/news_photos/2023/01/29/image-28959.jpg)
মতলব দক্ষিণে নারায়ণপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ ও সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের সহ-সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক এমএ আজিজ ঢালী। গত ২৭ জানুয়ারি শুক্রবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে তিনি এ শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা মোঃ মামুন, মোঃ ইব্রাহিম খলিল, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন কানন, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক এসএম মোরশেদ, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহাগ বকাউলসহ নেতৃবৃন্দ।
এ সময় সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ ও সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব প্রেসক্লাবে আগত অতিথিবৃন্দর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।