প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০০
![কাউন্সিলর আলমগীর গাজীর উদ্যোগে পাঁচ শতাধিক কম্বল বিতরণ](/assets/news_photos/2023/01/29/image-28955.jpg)
চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের দু’বারের কাউন্সিলর মোঃ আলমগীর গাজীর নিজস্ব অর্থে উক্ত ওয়ার্ডের পাঁচ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। গতকাল ২৮ জানুয়ারি দুপুর ১২টায় শহরের ১৩নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সিরাজ বরকন্দাজ সড়কস্থ মধ্য তরপুরচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মোঃ আলমগীর গাজীর নিজস্ব অর্থায়নে উক্ত ওয়ার্ডের পাঁচ শতাধিক শীতার্ত পরিবারের সদস্যের মাঝে কম্বল বিতরণ করা হয়।