প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ০০:০০
![শাহরাস্তিতে রুহুল আমিন স্মৃতি ইসলামী বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ](/assets/news_photos/2023/01/28/image-28914.jpg)
শাহরাস্তিতে রুহুল আমিন স্মৃতি ইসলামী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নুনীয়া ফাজিল মাদ্রাসায় দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবার পর তাৎক্ষণিক মূল্যায়ন, আলোচনা সভা, ফলাফল ঘোষণা ও সনদ এবং পুরস্কার বিতরণ করা হয়। পরীক্ষায় ৩য় হতে ১০ম শ্রেণির ৬শ’ ৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৮ জনকে ট্যালেন্টপুলে ও ২৬ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।
বেলা ১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নুনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মাওঃ দেলোয়ার হোসেনের সভাপ্রধানে ও শিক্ষক ফারুক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন সূচীপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, আয়নাতলী ফরিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক মোঃ আবুল হোসেন ও ফাউন্ডেশনের সভাপতি প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলম। উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্তদের হাতে সনদ ও পুরস্কারের সম্মানী তুলে দেন।
সকাল ১০টায় পরীক্ষা পর্যবেক্ষণে আসেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হূমায়ন কবির প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতার ছিলেন মীর বাড়ির হুজুরখ্যাত মাওলানা আনিসুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আবুল কালাম, আবদুল কাইয়ুম, মোঃ আইয়ুব আলী প্রমুখ।