বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে মাদকসহ চিহ্নিত চোর আটক
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে মাদকসহ আন্তঃজেলার চিহ্নিত এক চোরকে আটক করা হয়েছে। উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা এলাকায় অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার ২৬ জানুয়ারি দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটকৃকত ব্যক্তি ওই এলাকার মৃত আজিজ উল্লার ছেলে মোঃ শরীফ মিজি (৩৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নানের নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আবেদ আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় ষোলদানা এলাকার মিজি বাড়িতে শরীফ মিজির বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় শরীফ মিজির বসতঘর থেকে ১০০ পিচ ইয়াবা ও ৫ শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ষোলদানা এলাকাবাসী ও পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, শরীফ মিজি দীর্ঘদিন যাবৎ মাদক কারবার ও আন্তঃজেলায় চুরি সংঘটিত করে আসছে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ, রামগঞ্জ ও হাজীগঞ্জ থানা মিলিয়ে বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মান্নান বলেন, আটককৃত শরিফ মিজির বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়