প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০
![ব্যাপক আয়োজনে পুরাণবাজার বিদ্যাদায়িনী সংঘের সরস্বতী পূজা](/assets/news_photos/2023/01/27/image-28879.jpg)
চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা রোডস্থ গোপাল পোদ্দার বাড়িতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বিদ্যাদায়িনী সংঘের শ্রী শ্রী সরস্বতী পূজা। গতকাল ২৬ জানুয়ারি শ্রী শ্রী পঞ্চমী তিথির শুভলগ্নে শিক্ষার্থীসহ নারী, পুরুষ, সম্মলিতভাবে দেবী চরণে অঞ্জলি প্রদান করেন। তারা বিশ্বশান্তি ও নিজেদের সুখণ্ডশান্তি কামনা করেন। পরে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
পূজার পূর্বে নারী পূরুষ সম্মিলিত হয়ে ব্যান্ড পার্টি সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রাপূর্বক গঙ্গা আবাহন করেন। পূজায় পৌরোহিত্য করেন কুট্টি চক্রবর্তী। পূজার অন্যতম সদস্য সুমন সাহা, খোকন সাহা, জয়ন্ত রায়, সঞ্জয় পোদ্দার, মনতোষ সাহা, মিঠু পোদ্দার, শিবু দাস, সমীর সাহা, শুভ দেবনাথ, পোদ্দার, ঝলক সাহা, অভি সাহা, জনি পোদ্দারসহ ক’জন জানান, প্রায় অর্ধশত বছর ধরে এই স্থানে বিদ্যাদায়িনী সংঘের পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। অত্র এলাকায় পোদ্দার বাড়ির একটি ঐতিহ্য রয়েছে। প্রমত্তা মেঘনার ভাঙ্গনে অনেক লোকজন এ এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় এখন আর আগের মত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সে রকম উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে না। নদী ভাঙ্গন প্রতিরোধে এখন পর্যন্ত তেমন কার্যক্রম শুরু না হওয়ায় আমরা সকল সময় একটা হতাশার মধ্যে রয়েছি। তারপরও আমরা নিয়মিতভাবে সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান করে থাকি । বিদ্যাদায়িনী সংঘ সকল সময় পূজার নিয়ম মেনেই পূজার আয়োজন করে থাকে। এ বছরও আমরা ব্যাপক আয়োজনে ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে সরস্বতী পূজার আয়োজন করেছি। তারা পূজা দর্শনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের উপস্থিতি কামনা করেন।