প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ০০:০০
![ইফার সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা](/assets/news_photos/2023/01/26/image-28831.jpg)
চাঁদপুরে উপজেলা পর্যায়ে মসজিদের ইমাম, খতিব ও আলেমণ্ডওলামাদের নিয়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন (ইফা) চাঁদপুর জেলা কার্যালয় ফিশারী গেইট নুরজাহান নিবাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম দেওয়ান। কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদ নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ। প্রধান আলোচক ইফার উপ-পরিচালক মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন।
ইফার ফিল্ড সুপারভাইজার মোঃ সালাউদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ মোঃ আসাদুজ্জামান। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন বায়তুল আকসা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল খালেক। কর্মশালায় অংশ নেন চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম এবং পৌরসভার মসজিদের ইমামগণ।