বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের মক্তবের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও বিদায়ী ছাত্রদের সংবর্ধনা
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

ফরিদগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের মক্তবের ছাত্রদের ৪০ দিনব্যাপী জামায়াতে নামাজ আদায় উপলক্ষে পুরস্কার বিতরণ ও বিদায়ী ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জানুয়ারি (সোমবার) বাদ ফজর ফরিদগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান মেহমান ছিলেন মজিদিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস শায়খুল হাদীস মাওলানা মোঃ মুমিনুল ইসলাম খান।

তিনি তার বক্তব্য বলেন, কুরআন মাজিদ শিক্ষা সকল মুমিন মুসলমানগণের ওপর ফরজ করা হয়েছে। বর্তমানে মক্তব প্রায় বিলীন হয়ে যাচ্ছে। আগে প্রতিটি বাড়িতে বাড়িতে মক্তব ছিলো। কিন্তু বর্তমানে মক্তবগুলো বিলীন হয়ে গেছে। ফরিদগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এই মহৎ উদ্যোগ নেয়া হয়েছে, তাই মসজিদ কমিটির সকলকে ধন্যবাদ জানাই। আমরা যেনো সুন্দর করে ছাত্র/ছাত্রীদের পবিত্র কুরআনের সঠিক শিক্ষা পৌঁছে দিতে পারি।

দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন ও দোয়া পরিচালনা করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মুফতি এইচএম আনোয়ার মোল্লা। শিক্ষার্থীদের মধ্যে কুরআন তেলাওয়াত করেন মোঃ আরাফাত হোসেন ও মোঃ আল আমিন হোসেন। হামদ পরিবেশন করেন মোসাাম্মদ হাবিবা আক্তার। নাত, দোয়াকুনুত পরিবেশন করেন মোঃ শিহাব হোসেন। নামাজ ভঙ্গের কারণ পরিবেশন করেন মোঃ সিয়াম, আয়াতুল কুরসি পরিবেশন করেন মোঃ ইসমাইল হোসেন।

এ সময় বক্তব্য রাখেন মসজিদ কমিটির সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান মিঠু, মসজিদ কমিটির সেক্রেটারী মোঃ মোখলেছুর রহমান, মসজিদ কমিটির সদস্য হাফিজুর রহমান, আব্দুল আউয়াল ও অভিভাবক সদস্য মিজানুর রহমান। উপস্থিত ছিলেন মক্তবের ৪ জন শিক্ষক, মক্তবের ১০০ জন শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ফরিদগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদসহ ফরিদগঞ্জ উপজেলার আরো ১০টি মসজিদে পবিত্র কোরআন শিক্ষা কোর্স চালু আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়