প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জে ‘রক্তযোদ্ধা’ সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়](/assets/news_photos/2023/01/25/image-28801.jpg)
ফরিদগঞ্জে ‘রক্তযোদ্ধা’ সংগঠনের দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে। ২২ জানুয়ারি রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত ফরিদগঞ্জের কালিরবাজার সংলগ্ন এলাকায় উক্ত কর্মসূচি সম্পন্ন করা হয়। সংগঠনের সহ-সভাপতি ইমরান হোসেন মৃধার পরিচালনায় সাড়ে তিন শতাধিক জনের রক্তের গ্রুপ নির্ণয় করেন লাইফ জেনারেল হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট মোহাম্মদ রাসেল।
এই কার্যক্রমে সে¦চ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইব্রাহীম মৃধা, নিরব গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ ইমাম হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আল-আমীন, প্রচার সম্পাদক মোহাম্মদ রায়হান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান সহ অন্যরা। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান এই প্রতিবেদককে জানান, রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি আগামীদিনে বিনামূল্যে ডাক্তার দেখানো, ঔষধ বিতরণ কার্যক্রম, বিনামূল্যে ডায়াবেটিস ও প্রেশার মাপা ক্যাম্পিং করার জন্যে আমাদের পরিকল্পনা আছে এবং সহসাই আমরা এ ধরনের কার্যক্রম হাতে নেবো।