প্রকাশ : ০৫ আগস্ট ২০২১, ০০:০০
দৈনিক চাঁদপুর কণ্ঠের শেষ পৃষ্ঠায় গত ৪ আগস্ট সোমবার ‘মতলবে মাদক বিক্রিতে বাধা দেয়ায় যুবকের উপর হামলা’ শীর্ষক সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আহত জনির পিতা হাজী সুলতান আহমেদের বক্তব্যে আমাকে জড়িয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দেয়া হয়েছে। উক্ত সময়ে আমি সেখানে উপস্থিত ছিলাম না এবং আমি এ বিষয়ে কিছুই জানি না। এছাড়াও থানার অভিযোগে ও অভিযোগের বাদী হাজী সুলতান আহমেদ আমার কোনো নাম নেয়নি বলে মুঠোফোনে জানান। আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছি এবং আমার সার্বিক উন্নতি দেখে ঈর্ষান্বিত হয়ে সমাজের একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার হীন মানসে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার নামটি প্রকাশ করেছে। আমি উক্ত সংবাদের একাংশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। মাদক সেবনকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে প্রশাসনের কাছে সুপারিশ করছি। -অ্যাডঃ মোঃ আল আমিন হোসেন (উজ্জ্বল), চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি, চাঁদপুর জেলা আইনজীবি সমিতি। জিডি-৯৫৪/২১।