প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
![মতলব উত্তর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটি গঠন](/assets/news_photos/2023/01/24/image-28765.jpg)
জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আওয়ামী মৎস্যজীবী লীগ বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে মতলব উত্তর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটি গঠন করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাইমুল হাসান লাভলুকে সভাপতি ও শাহীন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য স্বাক্ষরিত কমিটি ৪ মে তারিখ হতে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ মতলব উত্তর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটি অনুমোদন করেছেন চাঁদপুর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ মালেক দেওয়ান ও সাধারণ সম্পাদক মোঃ মানিক।
কমিটির অন্যরা হলো : সহ-সভাপতি হুমায়ুন খালাসী, ইদ্রিস আলী, সিদ্দিক বকাউল, সিদ্দিক, গোলাম হোসেন বেপারী, গোলাম মোস্তফা, ওমর আলী প্রধানীয়া, ওয়াজকুরুনী, সতীশ বাবু, ফুলচাঁন বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল মিয়াজী, আলমগীর কবিরাজ, শাহিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, ছিডু সিকদার, মহাবীর বর্মন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পিন্টু অধিকারী, তথ্য গবেষণা সম্পাদক নুরুন নবী, শিক্ষামানব সম্পাদক জামান মিয়াজী, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক সোলেমান মোল্লা, শিল্প বাণিজ্য সম্পাদক মোঃ ফয়সাল, প্রশিক্ষণ পরিকল্পনা সম্পাদক সুজন ফকির, যুব ও ক্রীড়া সম্পাদক তানভীর হোসেন, জনশক্তি সম্পাদক ছিডু দেওয়ান, সহ-সম্পাদক নাজমুল হোসেন জিতু, সাখাওয়াত হোসেন, ইমরান হোসেন কাকন, ওয়াজিউল্ল্যাহ মোল্লা, রাব্বি হোসেন, আনোয়ার হোসেন, জসিম উদ্দিন, বন ও পরিবেশ সম্পাদক হানিফ খান, সমাজকল্যাণ সম্পাদক রাজ্জাক ঢালী, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক দুলাল মিজি, সদস্য ফয়সাল, লিটন চন্দ্র বর্মণ, প্রাণকৃষ্ণ বর্মণ, সর্ণ মিলন চন্দ্র, ইন্দ্রি চন্দ্র, অরুণ চন্দ্র, আঃ হালিম, মিঠুন চন্দ্র, মোঃ শাহ আলম বেপারী।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ নাইমুল হাসান লাভলু ও সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী বলেন, কমিটিতে আমাকে সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু মহোদয়সহ সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের উপর অর্পিত দায়িত্ব স্বচ্ছতার সাথে পালন করবো। খুব শীঘ্রই ইউনিয়ন কমিটিগুলো করবো, যেখানে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যয়ান করা হবে। উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম আমরা পরিচালনা করবো।