প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
![বুধবার কচুয়ার জুনাসারে আসছেন ছারছীনার পীর সাহেব](/assets/news_photos/2023/01/24/image-28758.jpg)
কাল ২৫ জানুয়ারি বুধবার কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জুনাসার দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ছারছীনা শরীফের হযরত পীর সাহেব কেবলা শাহ্ সূফী আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ।
বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ কচুয়া উপজেলা শাখার সার্বিক তত্ত্ববধানে আয়োজন করা এ মাহফিলে ছারছীনার পীর সাহেব কেবলার সফর সঙ্গী হিসেবে আগমনকারী বিশিষ্ট ওলামায়ে কেরাম ওয়াজ নছিয়ত করবেন। ধর্মপ্রাণ মুসলমানদেরকে উক্ত মাহফিলে যোগদান করার জন্যে অনুরোধ জানিয়েছেন এন্তেজামিয়া কমিটি।