প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ০০:০০
![শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় খাজুরিয়া বহুমুখী উবি শিক্ষার্থীদের সাফল্য](/assets/news_photos/2023/01/22/image-28694.jpg)
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চাঁদপুর জেলা পর্যায়ে ৪টি ইভেন্টে প্রথম হওয়াসহ ক্রীড়া প্রতিযোগিতায় কয়েকটি ইভেন্টে কৃতিত্ব অর্জন করেছে ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উপজেলা পর্যায়ের বাচাই পর্ব শেষে ২০ জানুয়ারি (শুক্রবার) চাঁদপুর জেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত ৫১তম শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলায় এমন সাফল্য অর্জন করে এই শিক্ষার্থীরা।
শীতকালীন এই ক্রীড়া প্রতিযোগিতায় খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীরা হলো রাসেল হোসেন বালক বড় গ্রুপের ৪০০ মিটার দৌড়ে প্রথম স্থান, বালক মধ্যম গ্রুপের ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেছে মোঃ শামীম খন্দকার, বালিকা মধ্যম গ্রুপের বল নিক্ষেপে প্রথম স্থান অর্জন করেছে উম্মে হাবিবা, বালক ছোট গ্রুপের সাইক্লিংয়ে প্রথম স্থান অর্জন করেছে সাইফুল ইসলামসহ প্রতিযোগিতার এবারের মৌসুমে মোট ৬ জন শিক্ষার্থী কৃতিত্বের মধ্যমে পুরস্কার ও সনদ অর্জন করে।
শিক্ষার্থীদের এমন সাফল্যে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক লিটন চন্দ্র সাহা এই প্রতিবেদককে জানান, আমি আজ গর্বিত আমার শিক্ষার্থীদের নিয়ে। কারণ আমার শিক্ষার্থীরা ফরিদগঞ্জ উপজেলার অর্ধ শতাধিক প্রতিষ্ঠানকে পেছনে ফেলে আজ জেলা পর্যায়ে সকল উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্যে ৪টি খেলায় প্রথমসহ মোট ৬টি খেলায় কৃতিত্ব অর্জন করে। শিক্ষার্থীদের এমন অর্জনে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে সত্যিই আমি আনন্দিত এবং গর্বিত। একজন ক্রীড়া শিক্ষক হিসেবে আমি পড়াশোনার পাশাপাশি সবসময় শিক্ষার্থীদের খেলাধুলায় এবং সাংস্কৃতিক চর্চায় সরব রাখার চেষ্টা করি।