প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ০০:০০
![রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হারিছ আহাম্মেদকে ফুলেল সংবর্ধনা](/assets/news_photos/2023/01/22/image-28693.jpg)
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হারিছ আহাম্মেদ খানকে গত ৭ ডিসেম্বর ঢাকা নয়া পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তেজগাঁও থানা পুলিশ গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন আটক করে রাখে। দীর্ঘদিন কারাবরণ করার পর কারাগার থেকে গত ১৭ জানুয়ারি তিনি মুক্তি পান। এ ছাত্রনেতার মুক্তিলাভে রাজারগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ গত ২০ জানুয়ারি রাজারগাঁও ইউনিয়ন বিএনপি কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এসএম কামরুজ্জামান নেছার, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা শাহজালাল ভূঁইয়া, যুবদলের সভাপতি ইব্রাহিম কাজী মামুন, সহ-সভাপতি আঃ জলিল, যুবনেতা আল আমিন, মোঃ সোহেল মিজি, মামুন বেপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর নয়ন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহসিন বকাউল, ছাত্রনেতা মাহাবুবুর রহমান বাবু, ছাত্রদলের সহ-সভাপতি রবিউল, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল, ছাত্রনেতা রবিউল আউয়াল, শাহপরান, সাগর, রবিনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।